পিকেএসএফ-এর অর্থায়নে ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট কর্তৃক বাস্তবায়নাধীণ PACE প্রজেক্ট এর আ্ওতায় আধুনিক পদ্ধতিতে মুগডাল চাষের মাধ্যমে উদ্যোক্তার আয় বৃদ্ধিকরণ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প এর বেজলাইন সার্ভের জন্য দর পত্র আহব্বান করা হচ্ছে।
আগ্রহী ফ্রিলেন্স কন্সালটেন্ট/ কন্সালটেন্সি প্রতিষ্ঠানকে বেজলাইন সার্ভের কার্য-পরিধি (Terms of Reference) সংগ্রহ ও জমাদানের জন্য আগামী ১৭ ডিসেম্বর ২০১৬ ইং এর মধ্যে সিভিসহ পূর্ববর্তী কাজের রেফারেন্স, বিস্তারিত বাজেট, মেথডোলজী ও প্রয়োজনীয় কাগজ পত্র সহ দরপত্র নিম্নে লিখিত ঠিকানায় কুরিয়ার/ডাক/ই-মেইল এর মাধ্যমে জমাদানের জন্য অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগঃ
হেড অব ডিএফইডি
ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি),
বাড়ি নং-১৩৫, রোড নং-০৫, ব্লক-ক, পিসিকালচার মোহাম্মদপুর, ঢাকা।
মোবাইলঃ ০১৮১১৪৮০৩০০
অথবা
মোঃ নিয়ামুল কবীর
প্রকল্প সমন্বয়কারী
ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রকল্প
ই-মেইল: niamulkbr@yahoo.com, n.kabir@ahsaniamission.org.bd
মোবাইলঃ ০১৮১১৪৮০০০৬